ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির ৪র্থ বর্ষপূর্তি ও হিউম্যান ফাউন্ডেশনের লোগো উন্মোচন
ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির ৪র্থ বর্ষপূর্তি ও হিউম্যান ফাউন্ডেশনের লোগো উন্মোচন
মোঃ মশিউর রহমান, রংপুর
ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি এন্ড হিউম্যান ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর খামার মোড়ে পানসি কনভেনশন সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় নতুন লোগো উন্মোচন ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করেন ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি এন্ড হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফা জাহান বিথী।
অনুষ্ঠানে আলোচনা শেষে আইজিএস স্কুলের চেয়ারম্যান শারাফুল হোসেন হিমেল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আরিফুল হক রুজু, তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আল- আমিন হোসাইন, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম রংপুর এর সভাপতি কে এইচ ফকরুল আনাম বেঞ্জু, ডিএসএর ট্রেজারার খন্দকার আব্দুল মজিদ হিরু, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী,বাংলাভিশনের রংপুর ব্যুরোচীফ জুয়েল আহমেদ, দৈনিক সমকালের রংপুর ব্যুরোচীফ স্বপন চৌধুরী, ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম নার্গিস আক্তার বানু, বিডব্লিউসিসিআই এর সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরা ও সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক এলএনএম আজহারুল ইসলাম দুলালকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় ওমেন্স ড্রিমার একাডেমী ও হিউম্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আরিফা জাহান বিথীর সাফল্য কামনা করে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। ক্রিকেটে রংপুরের নারীদের এগিয়ে নিতে বীথির এই চেষ্টা ও অসহায় মানুষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে এমনটাই প্রত্যাশা করেন তারা।