উত্তরবঙ্গের অভাব ঘুচবে আবু সাঈদের কারণে: রংপুরে আসিফ মাহমুদ

0
Messenger_creation_2499419923602634

 

উত্তরবঙ্গের অভাব ঘুচবে আবু সাঈদের কারণে: রংপুরে আসিফ মাহমুদ
রিয়াজুল হক সাগর,রংপুর।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, ২৪ -এর গণঅভ্যুত্থানে আপনারা আবু সাঈদের মতো একজন বীর পেয়েছেন। তার কারণে উত্তরবঙ্গের অভাব ঘুচবে। আবু সাঈদের উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিনিধিরা নানাবিধ সমস্যার নোট দিয়েছেন, তা উচ্চপর্যায়ে বার্তা পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন তিনি।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় রংপুরের পীরগাছা উপজেলায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা আজ ২৪ -এর শহীদ পরিবারদের কথা শুনেছি। আমরা চাই দেশ গড়ার প্রতিটি আয়োজনে যেন শহীদ পরিবারদের সদস্যদের কথা বলার সুযোগ দেয়া হয়। আমরা শহীদদের স্মরণ রাখতে পারি তাদের পরিবারের মাধ্যমে। ইতোমধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করা হয়েছে। সারাজীবন বাংলাদেশ তাদের পাশে আছে এবং থাকবে। শহীদ পরিবারে ৩০ লক্ষ করে টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে অতি দ্রুত তা বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়,তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।রংপুরবাসীকে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আপনাদের প্রাণের দাবি পূরণ করার জন্য অতি দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য কীভাবে যথাযথ ব্যবস্থা নেয়া যায় তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে।

১২ ঘন্টা পর দায়সারা তথ্য প্রদান! হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে ২ দোকানের ৩ মালিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

পলাশবাড়ীতে জিইউকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

১২ ঘন্টা পর দায়সারা তথ্য প্রদান! হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে ২ দোকানের ৩ মালিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

পলাশবাড়ীতে জিইউকের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবক’কে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।

তারেক রহমান খালাস পাওয়ায় এহসানুল হুদার আনন্দ মিছিল