অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২২৮৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত।

0

 

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২২৮৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত।

রিয়াজুল হক সাগর,রংপুর ।

আজ ১২ মে/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৮৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সহ-সভাপতি সিরাজুন নাহার সাথী- এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আসরে ছড়াকার মতিয়ার রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় কবিতা পাঠ করেন জোসেফ আখতার, সিরাজুন নাহার সাথী, জাহিদ হোসেন, মাহমুদ এলাহী মন্ডল, ফারহান শাহীল লিয়ন, সাঈদ সাহেদুল ইসলাম, কামরুজ্জামান দিশারি, মতিয়ার রহমান, সরকার বাবলু, নুরনবী রহমান, রায়হান আহমেদ রিমন, তাপস মাহমুদ, মৃনাল রায়, রাশেদুজ্জামান, মুক্তি মনি, ধ্রুবক রাজ প্রমুখ। আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদা ইয়াসমিন, রেজাউল করিম জীবন, রমজান ইসলাম, জয়রাজ ও আরো অনেকে।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed